প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

মারা গেলেন গজল সম্রাট পঙ্কজ উদাস

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৪:২৭

ছবি সংগ্রহীত

দীর্ঘদিন অসুস্থতায় ভোগে মারা গেলেন গজল সংগীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের গায়কের পরিবারের সূত্রের বরাত মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, খুবই ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, পদ্মশ্রী পঙ্কজ উদাস মারা মেঘেচন আজ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

বিখ্যাত এ গজল সম্রাট ক্যারিয়ারে চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। হিন্দি সিনেমা ও ইন্ডি-পপ জগতে পঙ্কজ উদাসের অবদান অনস্বীকার্য। লাইভ অনুষ্ঠান থেকে অ্যালবাম বা সিনেমার গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য