শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ণ

আইয়ুব খানের পর পাকিস্তানের ‘ফিল্ড মার্শাল’ হলেন আসিম মুনির

২০ মে, ২০২৫ ১১:৩৩:০৭
ছবি: সংগৃহীত

প্রায় ৬০ বছর পর পাকিস্তানে কোনো সামরিক কর্মকর্তাকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করা হলো। দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে এই সম্মানজনক পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই পদোন্নতি অনুমোদন করা হয়। গত তিন দশকের মধ্যে ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কয়েক দিন পরেই এই সিদ্ধান্ত এল।

প্রধানমন্ত্রী শরিফের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে এবং শত্রুদের পরাজিত করার ক্ষেত্রে জেনারেল আসিম মুনিরের কৌশলগত দক্ষতা ও সাহসী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ’ এই পদোন্নতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘ফিল্ড মার্শাল’ একটি আনুষ্ঠানিক পাঁচ তারকা পদমর্যাদা, যা সাধারণত অসাধারণ নেতৃত্ব এবং যুদ্ধকালীন অর্জনের প্রতীক।

উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো জেনারেলকে এই পদে উন্নীত করা হলো। এর আগে, ১৯৬৫ সালে তৎকালীন স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান নিজেই নিজেকে ‘ফিল্ড মার্শাল’ পদে পদোন্নতি দিয়েছিলেন। তবে জেনারেল মুনির নতুন পদমর্যাদা পেলেও সেনাপ্রধান হিসেবেই তাঁর দায়িত্ব পালন করে যাবেন।

প্রধানমন্ত্রী কার্যালয় আরও জানিয়েছে, পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর মেয়াদ শেষ হলেও তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে সিধুর চাকরির মেয়াদ কত দিনের জন্য বাড়ানো হবে, বা ফিল্ড মার্শাল পদে আসিম মুনিরের পদোন্নতির কারণে তাঁর অবসর গ্রহণের তারিখের কোনো পরিবর্তন হবে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

২০২২ সালের নভেম্বরে জেনারেল মুনির সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালের নভেম্বরে একটি সংসদে আইনি সংশোধনের মাধ্যমে তাঁর মেয়াদ নিয়মিত তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছিল।

পদোন্নতি প্রসঙ্গে জেনারেল আসিম মুনির সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটি সম্মান।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad