নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে প্রচারে বাধাসহ বিভিন্ন অভিযোগ এনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মেয়র প্রার্থী মাহতাব উদ্দিন কল্লোল।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
কল্লোল বলেন, নির্বাচনি প্রচার শুরুর আগ থেকেই আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফাহরিয়া আফরিনের কর্মী-সমর্থকরা আমার নেতাকর্মীদের হামলা, হুমকি-ধমকি দিয়ে চলেছেন।
নিপীড়নের মাত্রা দিনদিন বাড়ছে জানিয়ে তিনি আরও বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় ৫টি অভিযোগ করা হয়েছে।
কল্লোল বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফরিন সুষ্ঠু নির্বাচনে ভয় পাচ্ছেন। তাদের উদ্দেশ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ প্রতিষ্ঠা করা।
এ অবস্থায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসনিক আচরণের দাবি জানান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য