নবাগত শিক্ষার্থীদর বরণ করল গ্রিন ইউনিভার্সিটি
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদশ স্প্রিং সমিস্টার-২০২৪ সাল ভর্তি হওয়া শিক্ষার্থীদর নবীবরণ অনুষ্ঠিত হয়ছ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়র পূর্বাচল আমরিকান সিটি¯ ক্যাম্পাস এই অনুষ্ঠানর আয়াজন করা হয়।
বিশ্ববিদ্যালয়র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতখার উদ্দিন আহমদর সভাপতিত্ব সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সয়দ ইশতিয়াক রজা প্রধান অতিথি ও বিশ^বিদ্যালয়র সাবক উপাচার্য অধ্যাপক ড. মা. গালাম সামদানী ফকির বিশষ অতিথি হিসব উপস্থিত ছিলন।
বক্তব্য রাখন বিজ্ঞান ও প্রকশল অনুষদর ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদর ডিন অধ্যাপক ড. মা. শহীদুল্লাহ্, ব্যবসায় শিক্ষা অনুষদর ডিন অধ্যাপক ড. মাহাম্মদ তারিক আজিজ, রজিস্ট্রার ক্যাপ্টন (নভি) শখ মাহাম্মদ সালাহউদ্দিন, এলপিআর প্রমুখ।
অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য সয়দ ইশতিয়াক রজা বলন, জীবনব্যাপী চলমান প্রক্রিয়ার নাম শিক্ষা। শিক্ষা মানুষক উনত কর, বিবকবান বানায়। তব য শিক্ষা এটা করত পার না, সটা মূল্যহীন। স্বামী বিবকানদক উদ্ধত কর তিনি বলন, মানুষ জন্মালই মানুষ হয় না, তাক মানুষ হয় উঠত হয়। যখান সবচয় বশি ভূমিকা পালন কর শিক্ষা। এ তিনি সময় পাবলিক ও প্রাইভট বিশ্ববিদ্যালয়র তুলনামূলক পর্যালাচনার পাশাপাশি এর নানা দিক তুল ধরন।
সভাপতির বক্তব্য অধ্যাপক ড. খাজা ইফতখার উদ্দিন আহমদ বলন, কিছু বিষয় চিরÍন। এর একটি হলা সময়। সময় কখনও পছনর দিক যাত্রা কর না। কউ চাইলই নিজক দুই বছর-পাঁচ বছর আগ ফিরিয় নিয় যত পারব না। তাই নবীন প্রত্যক শিক্ষার্থীর উচিত আগামী চার বছরক সঠিকভাব কাজ লাগানা।
তিনি বলন, পথিবীর সবকিছুর মত শিক্ষারও একটি প্রক্রিয়া আছ। সটি নিয়ম ও সময়মত সম্পন না করল পিছিয় পড়ত হব। ড. খাজা ইফতখার বলন, মানুষর ভুল হতই পার। কি কউ যদি সময় মত না শাধরায়; তব চাইলও পরবর্তীত তা শাধরাত পারব না। তাই সফলতা পত যমন সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করত হব, তমনি সঠিক সিদ্ধাÍও নিত হব।
বিশ^বিদ্যালয়র সাবক উপাচার্য অধ্যাপক ড. মা. গালাম সামদানী ফকির একুশ শতাব্দীর চ্যালঞ্জ মাকাবিলায় আধুনিক ও যুগাপযাগী জ্ঞান-দক্ষতার ওপর গুরুত্বারাপ করন। সই সঙ্গ মানবিক মূল্যবাধ ও নতিকতাসম্পন গুণাবলীও অর্জন করার তাগিদও দন তিনি।
অনুষ্ঠানর স্বাগত বক্তব্য বিশ্ববিদ্যালয়র কলা-কশলসহ বিভিন বিষয়র সঙ্গ নবীন শিক্ষার্থীদর পরিচয় করিয় দন রজিস্ট্রার ক্যাপ্টন (নভি) শখ মাহাম্মদ সালাহউদ্দিন, এলপিআর।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য