সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ণ

দোয়া চাইলেন শাবনূর

১৪ মে, ২০২৫ ৮:৫৪:৩২
ফাইল ফটো

নব্বই দশকের পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাবনূর শোবিজের রঙিন দুনিয়া ছেড়ে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে থিতু হয়েছেন অনেক দিন আগেই। খুব একটা দরকার না পড়লে দেশের মাটিতে পা পড়ে না এই নায়িকার। তবে গত মার্চের দিকে তড়িঘড়ি করে কিছুক্ষণের জন্য ঢাকায় এসেছিলেন তিনি। এসেছিলেন চুপিসারে, এরপর অসুস্থ মাকে নিয়ে ফের উড়াল দেন নায়িকা।

তার কোনো খারাপ সংবাদে মন কাঁদে অসংখ্য ভক্তের। সম্প্রতি তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এখনও কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়ে যান তিনি। কিন্তু নায়িকার ভক্তদের জন্য দুঃসংবাদ এই যে, সম্প্রতি সেখানে এক দুর্ঘটনার শিকার ঢালিউডের এই ভিন্টেজ নায়িকা!

একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এ শাবনূর জানান, মোবাইলে কথা বলতে বলতে সিডনির ল্যাকেম্বারের রাস্তায় হাঁটছিলেন শাবনূর। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যান তিনি। এর ফলে এখন পায়ে প্লাস্টার করানো হয়েছে তার।

শাবনূর বলেছেন, পা মচকে গেছে, হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় ওঠার অবস্থায় ছিলাম না। পরে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। এরপর পায়ে প্লাস্টার করে দেওয়া হয়। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।

যেহেতু নায়িকার নিজের অসাবধানতায় ঘটনাটি ঘটেছে, তাই বিষয়টি নিয়ে একরকম উপলব্ধি হয়েছে বলেও জানান তিনি।

শাবনূরের কথায়, আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা। ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে–চলতে গিয়ে মোবাইল দেখব না। পথ চলতে গিয়ে এই মোবাইল দেখার সময় দুর্ঘটনায় আমার পা-টা ইনজুরি হয়েছে, এর জন্য আরও ভয়ংকর কিছুও হতে পারত।

দুর্ঘটনার এই খবরটি নিজের ফ্যান পেজে শেয়ার করেছেন শাবনূর। সেখানে নায়িকা দোয়া চেয়ে লিখেছেন, ‘সবাই দোয়া করবেন দ্রুত সুস্থতার জন্য!’ তবে ভক্তরা তার জন্য মন খুলে দোয়া করছেন, তা নায়িকার মন্তব্যঘরে স্পষ্ট।

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD