শনিবার ৫ জুলাই, ২০২৫, ০৯:১৪ অপরাহ্ণ

দেশি কোম্পানি পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন

১৪ মে, ২০২৫ ৮:০৮:২২
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষের হাত ধরে তৈরি বহুল জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড পাঠাও, এবার নিয়ে এলো চলো দেশি Vibe-এ ক্যাম্পেইন। ১৪ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই দেশজুড়ে উৎসব, যেখানে পাঠাও দিচ্ছে ৳১,৬০০ পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, ৳৫০,০০০ মূল্যের গিফট জেতার সুযোগসহ আরো অনেক আকর্ষণীয় অফারস।

মে মাসজুড়ে পাঠাও ব্যবহারকারীরা রাইড এবং ফুডের ওপর সর্বমোট ৳১,৬০০ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে পাঠাও বাইক-এ ৩টি রাইডে মোট ৳৩০০ ডিসকাউন্ট (প্রতি রাইডে ৳১০০ করে), পাঠাও কার-এ ৩টি রাইডে মোট ৳৩০০ ডিসকাউন্ট (প্রতি রাইডে ৳১০০ করে), এবং পাঠাও ফুড-এ থাকছে পাঁচটি অর্ডারে সর্বমোট ৳১,০০০ পর্যন্ত ডিসকাউন্ট, প্রতি অর্ডারে ৳২০০ পর্যন্ত ডিসকাউন্ট।

এছাড়াও পাঠাও কার ইন্টারসিটি রাইডে রয়েছে ৳১,০০০ পর্যন্ত ডিসকাউন্ট। সাথে থাকছে প্রতিদিন নতুন অফার, সারপ্রাইজ ফ্ল্যাশ ডিল সহ আরো অনেক কিছু।

“চলো দেশি Vibe-এ” ক্যাম্পেইনে পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে পাওয়া যাবে ডাবল পাঠাও পয়েন্টস, মানে প্রতিটি অর্ডার বা রাইডেই আপনার পয়েন্ট বাড়বে দ্বিগুণ!

উৎসবের আনন্দ আরো বাড়াতে পাঠাও কুরিয়ার সার্ভিসেও থাকছে দারুণ অফার! ফ্রি ডেলিভারির পাশাপাশি পাঠাও বাইক, কার ও ফুড-এর কুপন, পার্টনার ব্র্যান্ডদের ডিসকাউন্ট এবং লাকি ইউজারদের জন্য রয়েছে মেগা ভাউচার ও স্পেশাল পুরস্কার।

পাঠাও শপ-এ পেয়ে যাবেন Headgear-এর মতো দেশীয় পছন্দের ব্র্যান্ড থেকে পাঠাও-এর কোলাবেরশনে দেশি মার্চেন্ডাইজ! এবার স্টাইলও হবে দেশি Vibe-এ!

আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে “Big Box” । এতে থাকবে একটি পাবলিক উইশবোর্ড যেখানে ব্যবহারকারীরা তাদের উইশগুলো লিখতে পারবেন। এই উইশবোর্ড থেকে নির্বাচিত ১০ জন লাকি ইউজারদের উইশ পূরণ করবে পাঠাও!

দেশি আনন্দকে আরও জমজমাট করতে পাঠাও নিয়ে আসছে একটি ইন্টারঅ্যাকটিভ কুইজ গেম। পাঠাও কার-এর ফ্ল্যাপে ও Big Box-এর পাশে থাকবে একটি QR কোড। স্ক্যান করলেই পাওয়া যাবে মজার মজার প্রশ্ন। সঠিক উত্তর দিলেই পাবেন পয়েন্ট, আর সেই পয়েন্ট দিয়ে জেতার সুযোগ থাকবে ৳৫০,০০০ মূল্যের উপহার!

এই ক্যাম্পেইন নিয়ে পাঠাও-এর ভাইস প্রেসিডেন্ট অব মার্কেটিং, আবরার হাসনাইন বলেন, “দেশি অ্যাপ হিসেবে পাঠাও, গত ১০ বছর ধরে আমাদের দেশের মানুষের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করে আসছে। “চলো দেশি Vibe-এ” ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেলিব্রেট করছি আমাদের দেশি প্রাইড, কালচার আর একসাথে থাকার আনন্দ। যা ফুটে উঠছে আমাদের রাইডশেয়ারিং, ফুড আর প্রোডাক্ট ডেলিভারিসহ প্রতিদিনের ছোটো ছোটো গল্পগুলোতে।”

“চলো দেশি Vibe-এ” হলো দেশীয় প্রাইড আর একসাথে উদযাপনের আনন্দ। এই মে মাসে, রাইড দিন, খাবার অর্ডার করুন, প্রিয়জনকে পার্সেল পাঠান, আর পাঠাও-এর সাথে চলুন দেশি ভাইবে। পাঠাও – চলো দেশি Vibe-এ!

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD