প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

ক্লাসিকো জয়ের পর বড় যে সুখবর পেল বার্সেলোনা

১২ মে ২০২৫, ৯:৫৮:০৮

ছবি: সংগৃহীত

হ্যান্সি ফ্লিক যখন বার্সেলোনার দায়িত্ব নেন তখন দলের অবস্থা ছিল শোচনীয় । দুই বছরের প্রাথমিক চুক্তিতে এসে প্রথম মৌসুমেই সেই কাতালান জায়ান্টদের সাফল্যের ভেলায় ভাসাচ্ছেন তিনি। এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জিতেছে দল, আর দীর্ঘ চার বছর পর খেলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। ইউরোপীয় আসর থেকে সেমিফাইনালে বিদায় নিলেও,লা লিগার শিরোপা জয় এখন প্রায় নিশ্চিত।

রবিবার (১১ মে) রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রুদ্ধশ্বাস এল ক্লাসিকোতে ৪-৩ গোলের মহাকাব্যিক জয়ের পর লিগ টেবিলে ৭ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে বার্সেলোনা। পরের ম্যাচ জিতলেই ২০১৯ সালের পর আবারও স্পেনের সেরা ক্লাবের মুকুট পরবে তারা।

এমনই এক আনন্দঘন মুহূর্তে বার্সেলোনা শিবিরে এলো আরও বড় সুখবর। দলের এই অভাবনীয় সাফল্যের কাণ্ডারি কোচ হ্যান্সি ফ্লিক আরও এক বছরের জন্য ক্লাবে থাকতে সম্মত হয়েছেন। এল ক্লাসিকো শেষ হওয়ার পরই বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা এবং ফ্লিকের এজেন্ট পিনি জাহাভি এক বৈঠকে বসেন। বার্সেলোনা শহরের এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত সেই বৈঠকে উভয় পক্ষ ফ্লিকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হন। পূর্বে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও নতুন চুক্তি অনুযায়ী ৬০ বছর বয়সী এই জার্মান কোচ ২০২৭ সালের জুন পর্যন্ত বার্সেলোনার ডাগআউটে থাকবেন। এই চুক্তিতে কোনো অতিরিক্ত এক্সটেনশন ক্লজ রাখা হয়নি।

জানা গেছে, হ্যান্সি ফ্লিক স্বল্পমেয়াদী চুক্তিকেই বেশি প্রাধান্য দেন,যা তাকে ভবিষ্যতে নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিধা দেবে। এই বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পরই তিনি বার্সেলোনায় তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন। যদিও চুক্তি নবায়নের সকল প্রক্রিয়া চূড়ান্ত, বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়নি। ধারণা করা হচ্ছে, লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ার পর ফ্লিকের নতুন চুক্তির কথা ঘোষণা করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য