ছাগল চুরি করতে গিয়ে খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
পাবনায় ছাগল চুরির অভিযোগে এক যুবককে খেলনা পিস্তলসহ আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমরান হোসেন (২০) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শুকুলহাট গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, ভাঙ্গুড়ার বাগুয়ান গ্রামের আবেদুল মমিন তার গোয়ালঘরে তিনটি ছাগল বেঁধে রেখেছিলেন। গভীর রাতে মমিন ছাগলের ডাক শুনে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি দেখেন গোয়াল থেকে তার তিনটি ছাগল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক যুবক। এ সময় গৃহকর্তা চিৎকার করলে যুবক তার হাতে থাকা খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখান। একপর্যায়ে লোকজন খেলনা পিস্তলসহ ইমরানকে আটক করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গণমাধ্যমকে বলেন, তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য