বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ণ
 

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন ডে

১১ মে, ২০২৫ ৭:০৯:২৩
ছবি: সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জি. ডিপার্টমেন্টের ইনোভেশন ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় উত্তরার স্থায়ী ক্যাম্পাসে এই ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু। তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

এআই প্রযুক্তিকে ব্যবহার করে ইনোভেশন কিছু তৈরি করে দেশ ও জাতীর সেবা করা ওপর গুরোত্তারবোপ করেন। কী-নোট উপস্থাপন করেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জি. বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।

তিনি শিক্ষার্থীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পর্কে ভালোভাবে ধারণা প্রদান করেন। তিনি বলেন- এ বিষয়ে বারবার ট্রেনিং দিতে হবে। যত বেশি ডাটা দেয়া হবে এআই ততো ভালো ফলাফল দেবে। এআই সম্পর্কিত অনেকগুলো উদাহরণের মাধ্যমে সবার কাছে ব্যবহার ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এআই প্রযুক্তিকে সামনের দিনে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নিদের্শনা দেওয়া হয়। এসময় এআই সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করার জন্য উৎসাহ ও উদ্দিপনা দেন।

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, সম্মাননীয় অতিথি ছিলেন দক্ষিণ কায়ার সোল গেটওয়ে কর্পোরেশনের বাংলাদেশ প্রেসিডেন্ট ও সিইও জেকে মুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদসস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন- আমাদের গবেষণার জন্য ফান্ডের সল্পতা আছে। কিন্তু কাজে করতে আগ্রহী হলে কোন কিছুই প্রতিবন্ধকতা হয়না। শিক্ষার্থীদেরকে এ.আই প্রযুক্তির উপর গবেষণা করার জন্য আহ্বান জানান। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারলে চাকুরির কোন অভাব হবেনা বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য দেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জি. বিভাগের এডভাইজর অধ্যাপক ড. এস.এম মোস্তফা আল মামুন। ভোট অব থ্যাংকস দেন ইভেন্ট অর্গানাইজিং চেয়ার ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশীষ কুমার ভট্টাচার্য্য।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, ইভেন্ট কো-অর্ডিনেটর নিয়াজ মোস্তাকিমসহ, বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রোগ্রাম সঞ্চালনা করেন রোবোটিক্স এন্ড অটোমেশন বিভাগের চেয়ারম্যান মাজিদ ইশতিয়াক আহমেদ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD