
গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ মে) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন প্রসঙ্গে গেজেট প্রকাশের পর আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। যদি গেজেট আগামীকাল প্রকাশিত হয়, তাহলে সেই দিনই নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।”
এর আগে গতকাল রাতে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এক আদেশে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে।
এ প্রসঙ্গে সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “শনিবার, ১০ মে ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির সব ধরনের কার্যক্রম—সাইবার স্পেসসহ—নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”
এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি প্রজ্ঞাপন (গেজেট) পরবর্তী কর্মদিবসে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য