আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করেই থেমে যাওয়া যাবে না: ইশরাক হোসেন

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করার মধ্যদিয়ে থেমে যাওয়া যাবে না। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, “আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করার মাধ্যমে কাজ শেষ হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণকে মাঠে থাকতে হবে। নিষিদ্ধ করার মধ্যদিয়ে জনগণ থেমে গেলে চলবে না। বিচার এবং গণহত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণকে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। শহীদদের রক্তের দাগ কখনো মুছে যেতে দেওয়া যাবে না।” তিনি ৫ আগস্টের স্লোগানও উল্লেখ করেন, “রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে।”
ফেসবুকে ইশরাক হোসেনের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দল ও দলের বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পাশাপাশি বিএনপির নেতার এই মন্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন উঠেছে, তা হলো—অবশ্যই ৩ দিনে চলমান ‘শাহবাগ ব্লকেড’ আন্দোলনে বিএনপি কেন অংশ নিলো না?
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য