যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দু’দেশকে তীব্র যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেছেন ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে।
ট্রাম্প বিবৃতিতে লিখেছেন ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’
যদিও এ বিষয়ে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
এর আগে ভারতের ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযান ও পাকিস্তান বিমানবাহিনীর তিন ঘাঁটি লক্ষ্য করে হামলার পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করে ইসলামাবাদ। এ অভিযানের আওতায় শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।
এমন পরিস্থিতিতে শনিবার (১০ মে) সকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি উভয় পক্ষকেই উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাব দেন। এরপরই আসলো দু’দেশের যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়ে ট্রাম্পের এমন মন্তব্য।
সূত্র: আল জাজিরা
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য