বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ২০২৫, ০১:৩২ অপরাহ্ণ

মেয়েজামাই মুশতাক ও শেখ হাসিনার নামে হত্যা মামলা করলেন তিশার বাবা

৭ মে, ২০২৫ ৯:৩০:০৩
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাসহ ৪৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম। মঙ্গলবার (৬ মে) রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল ইসলাম।

তিনি দাবি করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ যোগান ও ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জামাই মুশতাক আহমেদ এবং আরও ৪৪৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

এদের মধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ আরও ৪৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, মামলায় অজ্ঞাত ১০ হাজার ২০০ জনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাইফুল ইসলাম, যিনি বর্তমানে রাজধানী ঢাকার উত্তর মুগদায় বসবাস করছেন, পেশায় একজন ব্যবসায়ী এবং ৩ নম্বর আকচা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক, তিনি জানান, তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের মধ্যে রয়েছে ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা। তিনি অভিযোগ করেন, সরকার এই আন্দোলন দমন করতে বিভিন্ন জেলা ও ঢাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও গুলি চালিয়েছিল।

মামলায় বলা হয়েছে, এই হামলায় ৪৪ জন পুলিশ সদস্যসহ মোট ১৪০০ জনেরও বেশি ছাত্র-জনতা নিহত হন এবং হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন, অনেকেই চিরকাল অন্ধ হয়ে গেছেন। সাইফুল ইসলাম দাবি করেন, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল এবং এটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা উচিত।

তিনি বলেন, “আসামিরা দেশের বিচার বিভাগকে বুদ্ধাঙ্গুলি দেখিয়ে বুক ফুলিয়ে চলেছে।” মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD