শনিবার ৫ জুলাই, ২০২৫, ০৭:০৮ অপরাহ্ণ

মালয়েশিয়ায় অগ্রণী রেমিট অ্যাপ উদ্বোধন

৭ মে, ২০২৫ ৬:৫৯:২৫
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে সহজে, দ্রুততম সময়ে, নিরাপদে ও বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের লক্ষে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। অ্যাপটির মাধ্যমে অগ্রণী ব্যাংকসহ বাংলাদেশের যে কোন ব্যাংকে, বিকাশে ও নগদে রেমিট্যান্স প্রেরণ করা যাবে।

৬ মে ২০২৫ মালয়েশিয়ায় অবস্থিত অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউজ এসডিএন বিএইচডি’র উদ্যোগে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মো. শামীম আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

এসময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তাগীর, কনসুলার (লেবার) সৈয়দ শরিফুর ইসলাম, মিনিস্টার (পলিটিকাল) মোসাম্মত শাহানারা মনিকা, অগ্রণী রেমিট্যান্স হাউজ মালয়েশিয়ার সিইও এবং পরিচালক সুলতান আহমেদ, ডটলাইনস এর নির্বাহী পরিচালক তারেক উদ্দিনসহ উভয় দেশের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। আগামী জুনের প্রথম সপ্তাহে সম্মানীত গ্রাহকবৃন্দের জন্য উক্ত অ্যাপ উন্মক্ত করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD