অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

ছবি: সংগৃহীত
আর্থিক সংকটের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি হওয়া সম্ভব হচ্ছিল না নৃবিজ্ঞান বিভাগের এক নবাগত শিক্ষার্থীর। এমন সংকটময় সময়ে এগিয়ে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. বাসিত। ব্যক্তিগত উদ্যোগে এবং মানবিক দায়িত্ববোধ থেকে তিনি ওই শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন।
ভর্তি হওয়া শিক্ষার্থী জানান, “আমি অনেক কষ্ট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হই। কিন্তু আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলাম না। তখন বাসিত ভাইয়ের সাথে যোগাযোগ করি। তিনি নিজের উদ্যোগে আমাকে ভর্তি করিয়ে দেন। তার প্রতি আমি কৃতজ্ঞ।”
ছাত্রদল নেতা বাসিত বলেন, “এটা আমাদের নৈতিক দায়িত্ব। অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, যা খুবই দুঃখজনক। আমি এবং আমার বন্ধুরা চেষ্টা করি এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। ওই শিক্ষার্থীর বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিকভাবে তার সাথে যোগাযোগ করি এবং প্রয়োজনীয় সহায়তা করি। আমাদের চাওয়া, কেউ যেন শুধুমাত্র অর্থের কারণে শিক্ষার পথ থেকে পিছিয়ে না পড়ে।”
তিনি আরও বলেন, “আমি চাই সে সামনে আরও উচ্চতর সাফল্য অর্জন করুক। সংবাদে অনুগ্রহ করে তার কোনও ছবি প্রকাশ না করার অনুরোধ জানাই।” এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে, যা অন্যদেরও এমন সহায়তায় উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনেকেই।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য