প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

‘ভাইয়ার খেয়াল রেখ’, লন্ডন ছাড়ার সময় নেতাকর্মীদের বললেন খালেদা জিয়া

৫ মে ২০২৫, ১১:৫৭:১৩

ছবি: সংগৃহীত

ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সেখান তাকে বিদায় জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার খেয়াল রেখ।’

লন্ডনে চার মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন তিনি। সোমবার (৫ মে) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে বিমানবন্দরে নিয়ে গেছেন।

বিমানবন্দরের অপেক্ষার ফাঁকে ছেলে তারেক রহমানকে খালেদা জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন, ‘কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি?’ জবাবে তারেক রহমান বলেন, ‘তুমি উঠে গেলে, জাইমা চলে আসলে, আমি চলে যাব।’

পরে বিদায় নেয়ার সময় অপেক্ষারত নেতাকর্মীদের খালেদা জিয়া বলেন, ‘ভালো থেক তোমরা। ভাইয়ার খেয়াল রেখ। আল্লাহ হাফেজ।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad