নবীনবরণ ও আলোচনা সভা করেছে ইবিস্থ নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতি

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নড়াইল জেলার শিক্ষার্থীদের সংগঠন চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ, প্রবীণদের সংবর্ধনা, অতিথিদের বরণসহ নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর্ব অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ফ.ম আকবর হোসাইন ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক কামরুজ্জামানসহ অর্ধশতাধিক নবীন ও প্রবীণ শিক্ষার্থী।
অনুভূতি ব্যক্ত করে নবীন শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বড় ভাইয়েরা এমন অনুষ্ঠানের আয়োজন করে যে আন্তরিকতা দেখালেন আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরা আমাদের লক্ষ্যকে সামনে রেখে আগামীতে এই সংগঠনে যুক্ত থাকবো।’
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক কামরুজ্জামান বলেন,’ ইবিতে নড়াইল জেলা থেকে আগত শিক্ষার্থীদের একটা মাটির সম্পর্ক রয়েছে। আমরা এখানে মাটির টানেই একত্রিত হই। তোমরা আমাকে যেকোন প্রয়োজনে আহ্বান জানালে আমি অবশ্যই সাড়া দেবো। আমাদের জেলা থেকে ইবিতে অনেক শিক্ষার্থী আছে তবে এখানে উপস্থিত সংখ্যা খুবই নগন্য, তোমরা এ বিষয়ে লক্ষ্য রাখবে।’
অনুষ্ঠানে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ফ. ম আকবর হোসাইন শিক্ষার্থীদের নান দিকনির্দেশনা মূলক উপদেশ দেন। তিনি বলেন,’নড়াইল জেলার মানুষরা দেশের বড় বড় জায়গায় রয়েছে। আমরা এর আগে এই অনুষ্ঠান বড় পরিসরে করেছি। তোমরা যেই লক্ষ্যকে সামনে রেখে এখানে এসেছো তোমদের তার প্রতি মনোযোগী হতে হবে।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য