সাপের ছোবল খাওয়া ব্যক্তির রক্ত থেকে তৈরি হচ্ছে অ্যান্টিভেনম

ছবি: বিবিসি
মার্কিন যুক্তরাষ্ট্রের টিম ফ্রিড, এক সময় যার ছিল পেশা ট্রাক সারাই করা। আজ বিজ্ঞান জগতে আলোচনার কেন্দ্রে তিনি। নিজের শরীরে স্বেচ্ছায় ২০০ বারের বেশি সাপের ছোবল নিয়েছেন। ইনজেকশনের মাধ্যমে নিয়েছেন প্রাণঘাতী বিষ ৭০০ বারেরও বেশি। খবর বিবিসি বাংলা
প্রায় দুই দশক ধরে নিজের শরীরে বিভিন্ন প্রজাতির সাপের বিষ গ্রহণ করে অদ্ভুত ও সাহসিক এক গবেষণার অংশ হয়ে উঠেছেন তিনি। গোখরা, মাম্বা, ক্রেইট, তাইপানসহ ইলাপিডস গোত্রের মারাত্মক বিষধর সাপের বিরুদ্ধে লড়াইয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফ্রিড।
বিজ্ঞানীরা বলছেন, টিম ফ্রিডের রক্তে এমন অ্যান্টিবডি পাওয়া গেছে, যা একাধিক প্রজাতির সাপের বিষকে প্রতিরোধ করতে সক্ষম। এই অ্যান্টিবডিগুলোর ভিত্তিতে তৈরি হচ্ছে এমন একটি অ্যান্টিভেনম ককটেল, যা ইতিমধ্যে ইঁদুরের ওপর পরীক্ষায় ১৯টি প্রাণঘাতী সাপের বিষের মধ্যে ১৩টির বিরুদ্ধে সম্পূর্ণ এবং ৬টির বিরুদ্ধে আংশিক সুরক্ষা দিতে পেরেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত সবচেয়ে মারাত্মক সাপের বিষের বিরুদ্ধে এমন বিস্তৃত প্রতিরোধ শক্তি-এটাই হতে পারে বিশ্বের প্রথম ‘ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিভেনম’।
এই অগ্রগতি একদিন হয়তো বদলে দেবে সেই বাস্তবতা, যেখানে প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারান প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ। তিনগুণেরও বেশি মানুষ হারান হাত, পা বা চিরতরে স্থায়ী পঙ্গুত্বের শিকার হন।
সেন্টিভ্যাক্স বায়োটেকের প্রধান বিজ্ঞানী ড. জ্যাকব গ্লানভিল বলেন, ‘আমরা টিমের রক্ত থেকে দুই ধরনের বিস্তৃত অ্যান্টিবডি পেয়েছি, যেগুলো নিউরোটক্সিনকে লক্ষ্য করে। এর সঙ্গে একটি তৃতীয় উপাদান যুক্ত করে তৈরি করা হয়েছে একটি কার্যকর অ্যান্টিভেনম ককটেল।’
তবে গবেষকরা সতর্ক করছেন- এখনও অনেক পথ বাকি। মানুষের শরীরে এই অ্যান্টিভেনম প্রয়োগের আগে দীর্ঘ পরীক্ষা ও অনুমোদনের প্রক্রিয়া পেরোতে হবে।
এদিকে নিজের এ অনন্য যাত্রা নিয়ে টিম ফ্রিড বলেন, ‘আমি শুধু বাঁচতে চেয়েছিলাম না, অন্যদের জন্যও কিছু করতে চেয়েছিলাম। আজ যখন দেখি আমার রক্ত মানুষের জীবন বাঁচাতে পারে, সেটা আমার কাছে গর্বের বিষয়।’ বিশ্ববাসী এখন অপেক্ষা করছে- সেই দিনের জন্য, যেদিন একটি মাত্র ইনজেকশন প্রতিরোধ করবে সব সাপের বিষ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য