প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১৩:৪৮

ছবি সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছিল। পরে ৭ ঘণ্টা চেষ্টার পর উত্তরবঙ্গের সঙ্গে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর স্টেশন মাস্টার রেজাউল করিম।

তিনি বলেন, আজ সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসার সময় মালবাহী ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুলভ্যান এসে গাড়ি উদ্ধার কাজ শুরু করে। পরে সাত ঘণ্টা চেষ্টার পর লাইচ্যুত ট্রেনটি উদ্ধার করা হয়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য