
আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না: পাকিস্তান সেনাবাহিনী

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।
এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, যেকোনও ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত।
এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
সংবাদমাধ্যমটি বলছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে— প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। একইসঙ্গে ভারতকে “ধৈর্যের পরীক্ষা” নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি।
পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, “আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে— আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই: আমরা প্রস্তুত — আমাদের পরীক্ষা নিও না।”
তিনি আরও কলেন, “সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা অন্য কোনও প্রতিরক্ষা-সম্পর্কিত প্রতিষ্ঠান, সকলেই প্রস্তুতিতে নিয়োজিত আছে। আমরা সর্বত্র, সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।”
জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “যদি তারা (ভারত) সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তবে তা তাদের সিদ্ধান্ত হবে — তবে এই সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের (সিদ্ধান্ত)।”
পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে ডিজি আইএসপিআর আরও বলেন, পাকিস্তানি জাতি যে কোনও মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে।
তিনি বলেন, “ভারতীয় হুমকির বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটির বিবৃতিও ইতোমধ্যেই জারি করা হয়েছে।”
লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, দেশের সকল রাজনৈতিক দল ভারতীয় যে কোনও আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী সকল ফ্রন্টে যে কোনও হুমকির জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য