ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবেন ইনকিলাব মঞ্চের হাদী

ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সাংস্কৃতিক ও রাজনৈতিক নানা কর্মসূচি দিয়ে আলোচিত তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদী আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা- ৮ (শাহবাগ), স্বতন্ত্র প্রার্থী, ইনশাআল্লাহ…’।
তার সেই পোস্টে নাগরিক পার্টির নেতা সারজিস আলম বলেছেন, আপনার মত বাংলাদেশপন্থী মানুষকে সংসদে জনগণের জন্য গলা ফাটিয়ে কথা বলতে দেখা, আমার জীবনের অন্যতম আকাঙ্ক্ষা হয়ে থাকবে।
নূর মোহাম্মদ নামের আরও একজন লিখেছেন, আপনার জন্য শুভকামনা। সংসদে আপনার মতো মানুষকে দরকার। আপনার সাথে সংসদের মাইক্রোফোন শেয়ার করার আশা রাখছি।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী জুলাই অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত এ-সংক্রান্ত বহু কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সাড়া ফেলেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য