বুধবার ৩০ এপ্রিল, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপালো ছাত্রলীগ

৩০ এপ্রিল, ২০২৫ ৪:২০:১৬
সংগৃহীত

এবার সুনামগঞ্জের জগন্নাথপুরে গভীর রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত দুই তরুণের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতরভাবে আহত করা হয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য সৈয়দপুর হারিকোণা গ্রামের মো. তায়েন মিয়া ও মিল্লাত খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তায়েন মিয়া ও মিল্লাত খান স্থানীয় নদীতে মাছ ধরতে যান। এ সময় সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ জীবান, ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েক, অলিউর রহমান এবং আসাদুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হলে তারা গুরুতর আহত হন। হামলার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, চলতি বছরের জুলাই-আগস্টে সৈয়দপুর বাজারে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি কর্মসূচি পালন করেছিল বৈষম্যবিরোধী আন্দোলন। সেই কর্মসূচিকে কেন্দ্র করে তায়েন ও মিল্লাতের সঙ্গে সৈয়দ জীবান গংদের তীব্র বাগবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, পুরনো সেই বিরোধেরই প্রতিশোধ নিতে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, হামলার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। প্রাথমিক তদন্তে আমি যতটুকু জানি সমস্যাটি তাদের পারিবারিক। রাজনৈতিক কোন বিষয় আছে কি না তা তদন্ত করে দেখবো। এ ঘটনায় তারা মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করতে এসেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD