সকালের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

ফাইল ছবি
আবারও বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় বেড়েছে তাপমাত্রার দাপট। সঙ্গে দেশের ১৬ জেলায় হানা দিয়েছে তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ যেন তাই এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় সকালের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রোববার সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি ঝরেছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য