সন্তান পরীক্ষার হলে, দুশ্চিন্তায় অভিভাবকরা

ছবি: প্রতিনিধি, সংবাদ বেলা
মানিক হোসেন, ইবি: ১৯ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ‘সি’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চমবারের মতো অনুষ্ঠেয় এ ভর্তি পরীক্ষা।
বেলা ১১ টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১২ টা পর্যন্ত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিজের করে নেওয়ার জন্য পরিক্ষার হলে যুদ্ধ করছে সন্তান। অন্যদিকে কেন্দ্রের বাইরে উদ্বেগ আর উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছে অভিভাবকরা।
পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের কারও হাতে তসবিহ, কেউবা হাত তুলে করছেন দোয়া, কেউ কেউ মানসিক চাপ কমাতে করছেন পায়চারি। বাবা, মা ও স্বামীসহ সব অভিভাবকরাই যেন একরকম উৎকণ্ঠা নিয়ে এভাবে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় রয়েছেন। গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় এমন চিত্র দেখা যায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)কেন্দ্রে।
উদ্বিগ্নতা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, ‘সন্তানরা ঠিকমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকলেও অস্থিরতা উদ্বিগ্নতা লাগে। এছাড়া ছেলেমেয়েরা পাবলিক পরীক্ষায় অংশ নিলে টেনশন কাজ করে।’
কেন্দ্রের বাহিরে অপেক্ষারত অভিভাবক রফিকুল ইসলাম বলেন, সন্তানকে নিয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে এসেছি। এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। চিন্তায় আছি পরীক্ষা কেমন হয়। সকলের কাছে দোয়া চাই।
রহিমা বেগম নামের এক অভিভাবক জানান, আমার মেয়ে পরীক্ষা দিতেছে। পরিবেশ তো স্বাভাবিক আছে। কিন্তু এখন ভেতরে কেমন পরীক্ষা দিতেছে সেটা তো জানি না। আমার তো টেনশন হচ্ছে, দোয়া করি পরীক্ষা যেন ভালোই হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য