হরিরামপুর কৃষকদলের সভাপতি মিজান সাঃ সম্পাদক মহিউদ্দিন মঞ্জু

ছবি: প্রতিনিধি, সংবাদ বেলা
আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, মানিকগঞ্জ জেলার “হরিরামপুর” উপজেলার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে মানিকগঞ্জ জেলা কৃষকদল। বৃহস্পতিবার, মানিকগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এর স্বাক্ষরিত জেলা কৃষকদলের প্যাডে অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক হিসেবে মহিউদ্দিন খান মঞ্জু, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হান্নান মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদের নাম রয়েছে।
মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্ববায়ক “আফরোজা খানম রিতা”র পক্ষ থেকে শুভেচ্ছা, জেলা কৃষকদলের সভাপতি ‘গোলাম কিবরিয়া সাইদ’ এবং সাধারণ সম্পাদক ‘আব্দুস সালাম বাদল’ এর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দনসহ জেলা উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য