শুক্রবার ২৫ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ

‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মাটিতে আর ফ্যাসিবাদ আসতে পারবে না’

২৪ এপ্রিল, ২০২৫ ১১:১৮:০৯
ছবি: প্রতিনিধি, সংবাদ বেলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাস্তবে ৩১ দফা বাস্তবায়ন হলে ও এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা ও সহযোগিতার মধ্যে দিয়ে এবং সকল রাজনৈতিক দল মত একত্রিত করে এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একদিকে আন্দোলন চলছে আরেকদিকে ২৭ দফা ভিত্তিক কাজ গুলো আমরা করে যাচ্ছি। এক পর্যায়ে ২৭ দফা ৩১ দফায় উন্নীত হয়। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সে আন্দোলনে আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। তাদের সবার আলাপ আলোচনার প্রেক্ষিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করি।

তারেক রহমানের চিন্তা চেতনা সকল দল মতকে একত্রিত করার ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছার, সেটি ৩১ দফার মধ্যে ধীরে ধীরে সম্ভব হয়ে উঠেছিল এবং আন্দোলন বেগবান হয়েছিল। সেই আন্দোলনটি এক দফার ভিত্তিতে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। গুম খুন হয়েছেন। কিন্তু তারপরও আমরা কখনো পিছপা হইনি।

এ্যানী বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের যে চিন্তা ধারণা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে দিয়েছেন। যেটি এক সময় বেগম খালেদা জিয়া ভিশন টুয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছেন। আজকে আমরা লক্ষ্য করছি এটি শুধু জনগণের কাছ জনপ্রিয় না। বাস্তবে ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ আসতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। ফ্যাসিবাদ এখানে কর্তৃত্ববাদী শাসন তৈরি করার কোনো সুযোগ পাবেন না।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতাসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD