জুলাই আন্দোলন দমাতে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহৃত হয়েছিল: উপদেষ্টা আসিফ

সংগৃহীত
গত বছরে জুলাই-আগস্টে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৯ এপ্রিল) পল্টন ভলিবল স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ভলিবলের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ক্রীড়া উপদেষ্টা বলেন, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামুনিশন এবং অস্ত্র ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতায় জুলাই অভ্যুত্থানে মানুষের ওপর গুলি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
এদিকে ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত কমিটিকে তাদের সব কাজ সম্পন্ন করার জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপর প্রায় এক মাস আগে সময় বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো জবাব পায়নি সার্চ কমিটি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সার্চ কমিটিকে আরও সময় দেয়া হবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছর ২৯ আগস্ট ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটি গঠনের শুরুতেই বিতর্ক তৈরি হলে গত ১ অক্টোবর পুনর্গঠন করা হয় সার্চ কমিটি।
দেশে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন ৫৫টি। ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে গত বছর ২৬ অক্টোবর। ক্রিকেট বোর্ডের সভাপতিসহ কয়েকজন পরিচালক পরিবর্তন হয়েছে। বাকি ৫৩ ফেডারেশনের কমিটি গঠন হচ্ছে সার্চ কমিটির প্রস্তাবে। এর মধ্যে গত ৭ মাসে ২৬টির নতুন কমিটি পাওয়া গেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য