২০ দিনে শাকিবের সিনেমা আয় করল ৫০ কোটি ৮২ লাখ টাকা

এবার মেগাস্টার শাকিব খানের সিনেমা সর্বোচ্চ আয়ের রেকর্ডটা দখলে রেখেছেন। গত ঈদেই রায়হান রাফী নির্মিত ‘তুফান’ সিনেমার গ্রস কালেকশন ছিল ৫৬ কোটি টাকা। নিজের রেকর্ড এবার নিজেই যেন ভাঙতে চলেছেন শাকিব। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ইতোমধ্যেই ৫০ কোটির আয় ছাড়িয়েছে।
শনিবার রাতে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ২০ দিনে গ্রস কালেকশন (টিকিট বিক্রির আয়) প্রায় ৫০ কোটি ৮২ লাখ টাকা।
এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছিল, মুক্তির প্রথম সাতদিনে বরবাদের গ্রস কালেকশন ছিল ২৭ কোটি ৪৩ লাখ টাকা। এর পরবর্তী ১৩ দিনে আরও ২৩ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।
যদিও বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশন নেই দেখে সিঙ্গেল স্ক্রিনে কত আয় হয়েছে, সেটা সঠিকভাবে তুলে ধরা যায় না। তবে মাল্টিপ্লেক্স থেকে কত আয় হয়েছে সেই পরিমাণটা জানা যায়। সবকিছু মিলিয়েই এখনও পর্যন্ত বরবাদের আয় ৫১ কোটি ছুঁয়ে ফেলেছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বরবাদ কি তাহলে এবার তুফানকে ছাড়িয়ে একশ কোটির গণ্ডি ছুয়ে ফেলতে পারে? আপাতত শাকিবের এই সিনেমা নিয়ে তেমনটা প্রত্যাশা করলেও দিবাস্বপ্নের মতো কিছু হবে না, সেটা বলে দেওয়া যেতে পারে।
এদিকে সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পেয়েছে বরবাদ। সিনেমাটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে চলছে। প্রযোজকরা আশা করছেন, সেখান থেকেও সিনেমার আয় ১০-১৫ কোটির মতো থাকতে পারে।
সবকিছু মিলিয়ে বরবাদের আয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়।
প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য