বৃষ্টিতে ভিজলো ঢাকা

এক পশলা বৃষ্টিতে ভিজলো রাজাধানী ঢাকা। সকালে থেকেই সূর্যের আর মেঘের লুকোচুরি খেলায় অনেকেই আঁচ করতে পেরেছিল বৃষ্টি হবে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ছাড়া ঢাকার বাইরের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানা যায়। আগামী তিন দিন অর্থাৎ শনিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ২৩ মিলিমিটার। এছাড়া বরিশালে ১৫, চাঁদপুরে ৭, ভোলা ও রাজারহাটে ৩, ফেনী, শ্রীমঙ্গল, ডিমলা ও মাদারীপুরে ১, রংপুর, যশোর, চুয়াডাঙ্গা ও দিনাজপুরে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, ঢাকা, গোপালগঞ্জ, সৈয়দপুর, ময়মনসিংহ ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।
এদিকে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য