মৃত্যুর এক সপ্তাহ পর বিসিএসের ফল, প্রশাসন ক্যাডারে ২৮তম হলেন পল্লব
ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী পল্লব বসু বাপ্পি। গত ২০ ডিসেম্বর বন্ধু-সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নামে বন্ধু, সহকর্মী ও পরিবারের সদস্যদের মাঝে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রশাসন ক্যাডারে ২৮তম হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পল্লব বসু ৪০তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়ে ভোলার লালমোহনের শাহবাজপুর কলেজে অর্থনীতি বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। ৪১তম বিসিএসে খাদ্য ক্যাডারে তিনি সুপারিশপ্রাপ্ত হন। সবশেষ ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। তবে সেই ফলাফল জানার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
পল্লবের সহকর্মীরা জানিয়েছেন, পল্লব বসু খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সেখান থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্নাতকোত্তর শেষ করেন।
পল্লব বসুর প্রশাসন ক্যাডারে ২৮তম হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে তার সহকর্মী রহিম রানা লিখেছেন, আমাদের পল্লব বসু বাপ্পি ৪৩তম বিসিএসে অ্যাডমিন ক্যাডারে ২৮তম হয়েছে। তার রেজাল্ট দেখে আমাদের বুকটা ফেটে যাচ্ছে।
পল্লব বসু বাপ্পির ফেসবুক আইডিতে ঢুকলেই চোখে পড়ছে একটি পোস্ট। তাতে তিনি লিখেছিলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ৪১তম বিসিএস হতে খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে সুপারিশপ্রাপ্ত হলাম৷ আমি মানুষটা সর্বদা পছন্দের খাবার খেতে ও খাওয়াতে ভালোবাসি। সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে এখন দেশের হাজারও সাধারণ মানুষের জন্য সুষ্ঠুভাবে খাদ্য সরবরাহের দায়িত্ব মাথায় এলো। এই সামান্য অর্জনের পুরো কৃতিত্ব আমার পরিবার, আত্মীয়জন ও বন্ধুমহলের যারা সর্বদা আমাকে প্রেরণা জুগিয়েছেন।আশীর্বাদ করবেন যেন এই চলার পথের সর্বশেষ গন্তব্য এটাই না হয়।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য