অগ্রণী ব্যাংকের মহান স্বাধীনতা দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৫, ৯:৩০:৪৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ২৬ মার্চ ২০২৫ বুধবার সকালে অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামের নেত্বত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে অগ্রণী ব্যাংক। কর্মসূচিগুলোতে অগ্রণী ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. আবুল বাশার, মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা, মো. শামছুল আলম, এ কে এম ফজুলল হক, মো. আমিনুল হক, রূবানা পারভীন, মো. আবু হাসান তালুকদার, মুঃ আফজাল হোসেন, শাহীনূর সুলতানা ও মো. সামিউল হুদাসহ ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরাগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে ব্যাংক ভবন আলোক সজ্জাকরণ, জাতীয় পত্রিকায় রঙিন বিজ্ঞাপন প্রকাশসহ অগ্রণী ব্যাংকের সকল সার্কেল, অঞ্চল এবং শাখা পর্যায়েও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ‌যাপন করা হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য