প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪:০২:৪০

ছবি: সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে স্থান পেয়েছে ২৭৯ জন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় ও ঢাবি শাখার শীর্ষ চার নেতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই কমিটিতে সহ-সভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৬ জন পদ পেয়েছেন। এছাড়াও উপ-সম্পাদক পদে ১৩৭ জন, সহ-সম্পাদক পদে ১০ জন এবং সদস্য পদে ১১ জন পদায়ন করা হয়েছে।

এর আগে, ২০২২ সালের ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর সম্মেলনের ১৭ দিন পর ২০ ডিসেম্বর সংগঠনটির শীর্ষ দুই নেতার নাম ঘোষণা করা হয়। একই দিনে ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য