প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

মোস্তাফিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৪:১৩

ছবি- সংগৃহীত

অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়া পেসার মোস্তাফিজুর রহমানের জন্য দোয়া চেয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলীয় অনুশীলন ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে।

বলের আঘাতে ফিজের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় দলের মেডিকেল বিভাগ।

এ ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানায়, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য