বিমানে ত্রুটি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাশমিকা
ছবি: সংগৃহীত
মৃত্যুর মুখ থেকে প্রাণে বেঁচে ফিরলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাকে বহন করা বিমানের মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন দক্ষিণী নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশমিকা। একটি ছবিতে তার সঙ্গে শ্রদ্ধা দাসকে দেখা গেছে। বেশ হাসি মুখেই ক্যামেরায় ধরা দিয়েছেন দুই নায়িকা।
রাশমিকার আরেক ছবিতে দেখা যাচ্ছে, তাদের পা সামনের সিটে ঠেকানো। যেন সেখানে ভারসাম্য বজায় রাখছিলেন তারা। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলাম।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য