বিদেশে নেয়ার নামে কোটি টাকা লুটের অভিযোগ

ছবি: প্রতিনিধি, সংবাদবেলা
আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় শতাধিক লোকের কাছ থেকে বিদেশে নেয়ার নামে প্রলোভন দেখিয়ে প্রায় কোটি টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে রঞ্জু নামের এক প্রতারক এজেন্সির দালালের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ- শুধুমাত্র হরিরামপুরেই প্রায় শতাধিক লোকের কাছ থেকে কোটি টাকা লুট করে নেয় রঞ্জু নামের এই প্রতারক। তিন বছরে এই টাকা ফেরত না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে অনেকেই। ধার দেনা আর সুদের চাপে অনেকেই পালিয়ে বেড়াচ্ছে বলেও জানিয়েছে অনেকেই। শুধুমাত্র উপজেলার ঝিটকা এলাকাতেই প্রতারক চক্রের ফাদে পরেছে ৫০ জনের উর্ধে।
ঝিটকা কলাহাটা এলাকার বাসিন্দা অটোচালক হৃদয় ব্যাপারি জানান, আমার প্রতিবেশি কাকা ফারুক হাজারী আর মতিন কাকার মাধ্যমে কিস্তি উঠিয়ে ১ লক্ষ টাকা দেই। এর আগেও দুইবার প্রতারিত হয়েছি। দুই বছর আগে টাকা দিয়েও এখন দ্বারে দ্বারে ঘুরছি, বিচার চাইছি অনেকের কাছে। ফারুক হাজারি কাকা ওই প্রতারক রঞ্জুকে কৌশলে আটকিয়ে থানায় আনছে আজ। দেখি কি করে তারা। সাভারে রঞ্জু নামের লোকটা একটা ভুয়া এজেন্সি খুলে আমাদের সবাইকে নিঃস্ব করে দিছে। রঞ্জুকে আটক করার পর রঞ্জু ৯৯৯ এ ফোন করলে পুলিশ প্রতারক রঞ্জুকে থানায় নিয়ে আসে। তারা মিটিং করে কি করে দেখি।
ঝিটকা গাছি বাড়ি এলাকার পলাশ জানান, ফারুক হাজারি কাকার মাধ্যমে চুয়াডাঙার রঞ্জু নামের প্রতারক সাভারে ভুয়া এজেন্সি খুলে বিদেশে নেয়ার নাম করে আমাদের ৭০/৮০ জনের কাছ থেকে কোটি টাকার মত হাতিয়ে নেয়। আজ রবিবার ফারুক কাকা রঞ্জুকে আটকাইছে। প্রতারক রঞ্জু ৯৯৯ এ ফোন দিয়ে বাচার সাহায্য চাইলে পুলিশ রঞ্জুকে থানা হেফাজতে আনছে। পুলিশ আমগো কথা না শুনে ফারুক আর রঞ্জুকে নিয়ে মিটিং বইছে। দেখি, মিটিং শেষে তারা কি করে। আমাদের সবাইকে পথের ফকির বানাইছে এই রঞ্জু। আমরা টাকা ফেরতসহ এর বিচার চাই।
ঝিটকা শিকদার পাড়া এলাকার মিজান জানান, ফারুক হাজারি কাকা আর মতিন হাজারি কাকারে আমরা চিনি। শুনছি, থানায় মিটিং শেষে আমাদের জানাইছে, ঈদের আট দশদিন পর টাকা ফেরত দিবে। আমি একলক্ষ টাকা দিছিলাম। পঞ্চাশ হাজার টাকা ফেরত দিছে কয়দিন আগে।
এছারাও জানাযায়, রাজাক্কের নিকট থেকে সত্তর হাজার, রহমানের নিকট হতে তিনলক্ষ উনপঞ্চাশ হাজার, সুজাতের নিকট সত্তর হাজার, আজিজুলের কাছ থেকে দেড়লক্ষ, আক্কাসের কাছ থেকে নব্বই হাজার, ওমরের নিকট হতে একলক্ষ, ওমর,নাজির,আক্কাস,রফিক, অশোক,রহিম,ওয়াসিমসহ আরও অনেকের কাছ থেকে কোটি টাকার মত নিয়েছে এই প্রতারক চক্র।
ফারুক হাজারিকে বক্তব্যের জন্য বারবার ফোনে চেষ্টার পরও বক্তব্য পাওয়া যায়নি।
হরিরামপুর থানা অফিসার ইনজার্জ মোঃ মোমিন খান জানান, আজ প্রায় ৫০ জনের মত লোকসহ ফারুক হাজারি মাধ্যমে একজনকে থানায় নিয়ে আসছে। ৯৯৯ এ ফোন দেয়ার পর আমরা তাকে নিয়ে আসি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য