মঙ্গলবার ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ণ

অমর একুশে বইমেলার সম্ভব্য বিক্রি ৪০ কোটি: বাংলা একাডেমি

৪ মার্চ, ২০২৫ ১১:৩৬:৪৩
ফাইল ছবি

চলতি বছরের অমর একুশে বইমেলায় মাত্র ৬১ লাখ টাকার বই বিক্রি হয়েছে, যা বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। অমর একুশে বইমেলাকে ঘিরে এমন তথ্য বিভ্রান্ত বলে উল্লেখ করেছেন বাংলা একাডেমি। এবারের মেলায় সর্বমোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে, বলে জানিয়েছে বাংলা একাডেমি। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি ২০২৫ এর সদস্য সচিব ড. সরকার আমিনের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫ এ মোট বই-বিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭শে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লক্ষ বলে জানিয়েছিলেন। অনেকেই সে সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন।

এতে আরও বলা হয়, মেলা পরিচালনা কমিটি প্রকাশকদের কাছ থেকে বিক্রয়-প্রতিবেদন চেয়ে থাকে, এবারও চেয়েছে। এবার বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট প্রতিষ্ঠান ৭২১টি। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা-প্রতিষ্ঠান। এবার যথেষ্ট তাগাদা দিয়ে এবং সময়ক্ষেপণ করে আমরা মোট ৩৫১টি প্রতিষ্ঠানের বই-বিক্রির হিসাব পেয়েছি। এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। বাকি প্রতিষ্ঠানসমূহের সম্ভাব্য বিক্রির পরিমাণ যোগ করে এ হিসাবে সর্বমোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে।

এবার মেলা-শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩.৪০ টাকা। মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই-বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD