পরীক্ষা দিতে এসে মারধরের শিকার ইবির ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ

ছবি: প্রতিনিধি, সংবাদবেলা
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে মারধরের শিকার হয়েছেন শাখা ছাত্রলীগ নেতা ও এক কর্মী। রবিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে ইবি থানায় সোপর্দ করা হয়।
মারধরের শিকার হওয়া ছাত্রলীগ নেতা মাজাহারুল ইসলাম নাঈম শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক। মারধরের শিকার হওয়া মারুফ আহমেদ শাখা ছাত্রলীগের সাধারণ কর্মী। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, বেলা সাড়ে ১১ টায় তারা তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। ছাত্রলীগের এই দুই নেতা বিভাগকে না জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার ক্যাম্পাসে আসার খোঁজ পেয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভাগের সামনে জড়ো হয়ে ছাত্রলীগ ও আওয়ামীলীগ বিরোধী শ্লোগান দিতে থাকে। পরে তাকে পরীক্ষা হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে থানায় সোপর্দ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, স্বৈরাচার ও ফ্যাসীবাদের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। আর যারা এইসব দোসরদের প্রশ্রয় দিবে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না।
সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বলেন, তারা দুইজন পরীক্ষা দিতে আসছিল। আমরা পূর্বে অবগত ছিলাম না। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।
প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে ওদেরকে থানা হেফাজতে দিয়েছি। তারা এখন পুলিশ হেফাজতেই আছে। মামলার প্রক্রিয়া চলমান আছে। ওর পূর্বের কার্যক্রম দেখা হচ্ছে। পূর্বে কোনো অন্যায় অপরাধ থাকলে সেই অনুযায়ী মামলা হবে।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুইজনকে থানায় সোপর্দ করা হয়েছে। ইতোপূর্বে নিষিদ্ধ সংগঠন সংক্রান্ত একটি মামলা থানায় রয়েছে। সেই মামলাতেই তাদের চালান করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য