পদ্মায় ধরা পড়ল ১১ কেজির বাঘাইড়
ছবি: প্রতিনিধি, সংবাদবেলা
আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর পদ্মানদীতে জেলের ধরা পরলো ১১কেজি ওজনের বাঘাইড়। বাঘাইড়টি বেপারি কিনে তা ১২ হাজার টাকায় বিক্রি করেন আরেক ক্রেতার কাছে।
জানা যায়, গতরাতে উপজেলার পদ্মানদীতে দোহার নবাবগঞ্জ ভাগ্যকুল এলাকার শ্রীচরণ নামের জেলে হরিরামপুর উপজেলা এলাকায় জাল ফেলতেই পরক্ষনেই টের পান যে তার জালে বড় কোন মাছ আটকিয়েছে। জাল উঠাতেই ১১ কেজি ওজনের বাঘাইড়টি পেয়ে সকালে আন্ধারমানিক মাছের আড়তে নিয়ে আসেন।
আড়তদার রাধু রাজবংশী জানান, শ্রীচরণ আমার খোলায় ১১কেজি ওজনের বাঘাআইরটি সকালে আনেন বিক্রির জন্য। মাছ ব্যবসায়ী পবণ রাজবংশি হাকডাকে ১১৬৫০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী পবণ রাজবংশী জানান, ১১ কেজি ওজনের বাঘাইড়টি আমি কিনে সিংগাইরের আরেক ক্রেতার নিকট বিক্রি করি ১২ হাজার টাকায়।
সিংগাইর থেকে আসা ক্রেতা মোশারফ জানান, পদ্মানদীতে বড় মাছ ধরা পরে, আপনাদের করা নিউজ আমি মাঝে মাঝে দেখি যে পদ্মায় বড় বড় মাছ আহরণ হয়। আজ এসে ১২ হাজার টাকায় বাঘাআইরটি কিনে আমি অনেক খুশি। সাথে আরেকটি সাড়ে সাত কেজির আইর কিনে নিলাম। পদ্মায় এতোবড় মাছ সচরাচর পাওয়া যায় না। আমি মাঝে মধ্যে এসে বড় মাছ ক্রয় করবো।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য