প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

ঢাকা কলেজে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮:৫৯

ছবি: প্রতিনিধি, সংবাদবেলা

আকরাম হোসেন,ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের উদ্বোধন ও প্রথম দিনের কার্যক্রম কর্মশালার উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। তিনি সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রথম দিনের প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন: নেত্রনিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল ফরাসি সংবাদ সংস্থা এএফপির ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশির। তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ সংবাদদাতা মো. কামরুজ্জামান। সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে পরিচিত সাব্বির আহমেদ মোজো।

তারা সাংবাদিকতার নীতিমালা, ফ্যাক্ট চেকিং, অনুসন্ধানী প্রতিবেদন ও আন্তর্জাতিক সংবাদ কাভারেজের বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

দ্বিতীয় দিনেও কর্মশালায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই দিনে প্রশিক্ষণ নেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি ঢাকসাসের এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি সাংবাদিকতা বিষয়ে নানা বার্তা প্রেরণ করেন। এছাড়া তিনি আরও বলেন “গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের ভূমিকা অনেক বেশি।”

এরপর অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়, যা হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজক কমিটির দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সদস্যরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য