বৃহস্পতিবার ৭ আগস্ট, ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ণ
 

ভাষার মাসে ইবি ছাত্রদল নেতার বই বিতরণ

২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১১:০০
ছবি: প্রতিনিধি, সংবাদবেলা

মানিক হোসেন, ইবি: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে প্রায় অর্ধশতাধিক বই বিতরণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার শেষ দিনে এসকল কার্যক্রম করেন সংগঠনটির এ সিনিয়র নেতা।

এসময় আনোয়ার পারভেজ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের নিয়ে অমর একুশে ফেব্রুয়ারির বই মেলার প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন এবং সেখান থেকে বিভিন্নধরনের বই ক্রয় করেন সংগঠনটির এ সিনিয়র যুগ্ম আহবায়ক। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্যান্য শিক্ষকদের মধ্যে গবেষণানূলক বই উপহার দেন
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও কোমলমতি শিশুদের মাঝেও বই বিতরণ করেন তিনি।

ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে তাদের সকল ভালো উদ্যোগের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল ও ব্যক্তিগতভাবে পাশে থাকার আশ্বাস প্রদান করেন এ নেতা।

আজকের কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন – ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। তাতে অবশ্যই শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সাধারণ শিক্ষার্থীরা যাতে অন্যান্য অপরাধে না জড়িয়ে লেখাপড়ায় মনোযোগী হয় সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি বিশ্বাস করি বইপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে অন্যায়- অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। আগামীর বাংলাদেশ বিনির্মানে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষাবান্ধব কর্মসূচি নিয়ে উপস্থিত থাকবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD