সোমবার ৪ আগস্ট, ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ণ

ইবিতে পিআরএম মেথড সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৭:২২
ছবি: প্রতিনিধি, সংবাদবেলা

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেভ দ্যা ভিলেজের আয়োজনে এবং ডা.আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক তুলনামূলক ক্রম-উন্নতিভিত্তিক ফলপ্রকাশ পদ্ধতি ‘পিআরএম’ মেথড বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় মাগুরা জেলার বেশ কয়েকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক পার্থ সারথি লস্কর, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, সহকারী অধ্যাপক মিথিলা তানজিল, সেভ দ্যা ভিলেজের সভাপতি মাসুদুর রহমান এবং ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ মাগুরা জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, একজন শিক্ষার্থী পড়াশোনা করার পর পরীক্ষায় অংশ গ্রহণ করে। এরপর বার্ষিক পরীক্ষার পর সে পূর্ণ এক বছরের ফলাফল প্রাপ্ত হন। তবে বিদ্যমান ফলাফল প্রকাশের পর একজন শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে। অর্থাৎ, যে বা যারা ভালো ছাত্র তারা সবসময়ই ভালো হিসেবে শিক্ষকসহ সমাজের সকলের নিকট সম্মানিত হন। অন্যদিকে ফলাফল প্রকাশের পর পিছনের সারির শিক্ষার্থীর মধ্যে তীব্র হতাশা সৃষ্টি হয়। এই পদ্ধতির মাধ্যমে ফলাফলের বৈচিত্র্যতা শুধুমাত্র মেধাক্রমনুসারে প্রথমদিকের শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ থাকে। যাকে ট্রাডিশনাল রেজাল্ট মেথড হিসেবে অবহিত করা হয়।

অন্যদিকে, প্রগেসিভ রেজাল্ট মেথড (পিআরএম) হলো, একজন শিক্ষার্থী বার্ষিক ফলাফলের পর যতদূর আগাবে সেই ক্রমানুসারে তার বিচার করার পদ্ধতি। অর্থাৎ, একজন শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ৭০ মার্ক পেয়ে উত্তির্ন হওয়ার পর অষ্টম শ্রেণিতে ৮০ মার্ক পেলে তার প্রগেসিভ রেজাল্ট হলো ১০শতাংশ। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ৭৫ মার্ক পেয়ে উত্তির্ন হওয়ার পর অষ্টম শ্রেণিতে ৮০ মার্ক পেলে তার প্রগেসিভ রেজাল্ট ৫শতাংশ। এক্ষেত্রে প্রথম শিক্ষার্থী যার প্রগেসিভ রেজাল্ট ১০শতাংশ সেই এই মেথড অনুসারে প্রথম স্থান অধিকার করবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD