প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

বিয়ের মঞ্চে মেহজাবীনের চোখে জল, মুছে দিলেন রাজীব

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩:৪২

ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের আক্‌দ সম্পন্ন হয়েছিল ভালোবাসা দিবসে, ১৪ ফেব্রুয়ারি। বিয়ের দেড় সপ্তাহ পর সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয়।

সেখান থেকেই ছড়িয়ে পড়েছে একটি আবেগঘন ভিডিও, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে আবেগ ধরে রাখতে পারেননি মেহজাবীন। কান্নায় ভেঙে পড়েন তিনি।

রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করেন তিনি। চেষ্টা করেও যেন সেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। ঠিক তখনই রাজীব ভালোবাসায় মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করেন, মুছে দেন তার চোখের জল। আর সঙ্গে সঙ্গেই হাসিতে ভরে ওঠে মেহজাবীনের মুখ।

এর আগে, বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মেহজাবীন নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেন এবং তাদের ১৩ বছরের ভালোবাসার গল্প শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, “১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদ্‌যাপন করেছি, দুঃসময় পার করেছি। সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন স্থায়ী হয়; আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে, শপথ করেছি হাত হাত রেখে চলব। আদনান আল রাজীব, জীবনের সেরা বন্ধু হিসেবে তোমাকে পছন্দ করেছি।”

পোস্টের শেষে #৪৬৯৪_দিন হ্যাশট্যাগ ব্যবহার করেন মেহজাবীন, যা সম্ভবত তাঁদের সম্পর্কের সময়কাল নির্দেশ করে।

মেহজাবীন ও আদনানের নতুন জীবনের এই শুভক্ষণে ভক্ত-অনুসারীরা শুভকামনা জানিয়েছেন, আর তাদের আবেগঘন মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই হৃদয় ছুঁয়ে গেছে অসংখ্য ভক্তের।

ভিডিও দেখতে ক্লিক করুন: আজীবন আমার ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা: পরীমনি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য