বুধবার ২২ অক্টোবর, ২০২৫, ০৭:৩১ অপরাহ্ণ

মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর আরও একটি নতুন আউটলেট

২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩৪:২১
ছবি: সংগৃহীত

মাত্র তিন দিন আগেই রাজধানীর মিরপুর-২-এ নতুন আউটলেট খোলার পর এবার মিরপুর ১১-এ চালু হল দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর আরও একটি নতুন আউটলেট। রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক ইমন এই আউটলেটটি উদ্বোধন করেন। এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে, হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে মামনুন হাসান ইমন বলেন, “অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে রাজধানী ঢাকার মিরপুরে। হারল্যান স্টোর থাকায় এখন হাতের নাগালেই নিওর, লিলি, হারল্যান, সিওডিল, ক্যাভোটিন এবং ব্লেইজ ও’ স্কিনের মত প্রিমিয়াম কোয়ালিটির অথেনটিক সব প্রোডাক্ট পাওয়া সহজ হয়েছে। এছাড়াও টাইলক্স, অরিক্স, একনল এর মত দৈনন্দিন ব্যবহারিক হোম কেয়ার পণ্যও রয়েছে এখানে। নকল ও ভেজাল থেকে মুক্তি দিয়ে ভোক্তাদের হাতের নাগালেই অথেনটিক সব কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রিমার্ক-হারল্যান।”

হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, “দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে বিভিন্ন লোকেশনে দেড় শতাধিক হারল্যান স্টোর ওপেন করে অথেনটিক পণ্য সবার কাছে সহজলভ্য করা থেকে নিয়ে আরও অনেক পরিষেবা নিয়ে এসেছে হারল্যান। তারই ধারাবাহিকতায় তিন দিনের ব্যবধানে আজ রাজধানীর মিরপুরে উদ্বোধন হলো হারল্যান স্টোরের আরও একটি নতুন আউটলেট। এর মাধ্যমে মিরপুরের মত বিস্তৃত ও জনবহুল এলাকার বাসিন্দারা আরও সহজে অথেনটিক কসমেটিকস কিনতে পারবেন। শুধু তাই নয়, বিনামূল্যে স্কিন অ্যানালাইজার মেশিন দিয়ে ত্বকের যাবতীয় সমস্যা জানার সুবিধাও থাকছে এই আউটলেটে। ”

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad