প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

ইবির আল-কুরআন বিভাগের প্রথম পুনর্মিলনী আগামী শনিবার

২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৬:৫৭

ছবি: প্রতিনিধি, সংবাদবেলা

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিভাগটির চেয়ারম্যানের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় বিভাগটির সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন ও অধ্যাপক ড. লোকমান হোসাইন।

সংবাদ সম্মেলনে তারা জানান, ইসলমী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী বিভাগটি থেকে গ্রাজুয়েশন শেষ করেছে। আগামী পুনর্মিলনীতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহসহ প্রসাশনের অন্যান্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও আকিজ গ্রুপের বর্তমান কর্ণধার, বিভাগটির শিক্ষার্থী ও জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি আমির হামজাসহ বিভিন্ন খ্যাতিমানরা উপস্থিত থাকবেন। এদিন অনুষ্ঠান উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও লাহান সন্ধ্যা আয়েজনের কথা জানিয়েছে বিভাগটি।

সংবাদ সম্মেলেনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি বলেন, আগামীর অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল অংশীজনের সহায়তায় কামনা করছি। আশা করছি সকলের সহায়তায় আমরা একটা সুন্দর অনুষ্ঠান সম্পন্ন করতে পারব।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য