ঢাকা কলেজে উৎসবমুখর পরিবেশে তারণ্য উৎসব-২০২৫ অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি, সংবাদ বেলা
ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজে আজ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো- তারণ্য উৎসব-২০২৫।প্রতিবছরের মতো এবারও উৎসবটি জমকালোভাবে উদযাপিত হয়, যেখানে কলেজের ২৫টি বিভাগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উৎসবের মূল আকর্ষণ ছিল পিঠা উৎসব, যেখানে প্রতিটি বিভাগ নিজেদের বিশেষ নামকরণ করা পিঠা নিয়ে হাজির হয়। ব্যতিক্রমী ও সৃজনশীল নামের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বামী বসিকরণ, ইডেনিয়ান পিঠা, মাইন্ড মালাই ইত্যাদি।
ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রতিটি স্টলে গিয়ে পিঠা আস্বাদন করেন এবং আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকগণও উৎসবে অংশ নেন এবং আনন্দঘন পরিবেশে গান ও নাচের মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।
তারণ্য উৎসব ঢাকা কলেজের একটি নিয়মিত বার্ষিক আয়োজন, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য