মঙ্গলবার ৫ আগস্ট, ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ণ
 

আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আসিফ

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩০:৪২
ফাইল ছবি

কণ্ঠশিল্পী আসিফ আকবর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ক একটি পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।’

পোস্টে একজন কমেন্ট করে বলেন, ‘স্থানীয় নির্বাচন না চাওয়ার কারণ হচ্ছে নিজে এমপি হব, বউকে উপজেলা চেয়ারম্যান বানাব। শালা ভাইস চেয়ারম্যান, শালিকে মহিলা ভাইস চেয়ারম্যান, বড় চামচাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছোট চামচাগুলাকে মেম্বার বানাব। এই মহৎ উদ্দেশ্য সফল হলে চুরির ক্ষেত্রে আর বাধা নেই।’

এ কমেন্টের উত্তরে আসিফ লিখেন, ‘একশ তে একশ।’

পারভেজ ভুইয়া নামে এক নেটিজেন দ্বিমত পোষণ করে লিখেছেন, একপক্ষ চায় জাতীয় নির্বাচন আগে হোক অন্য পক্ষ চায় স্থানীয় নির্বাচন। এখানে দুই পক্ষের যুক্তিই সমান যুক্তিযুক্ত। আগে জাতীয় নির্বাচন হলে যারা সরকার গঠন করবে তারা ইচ্ছামতো স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী নির্বাচিত করবে। আবার আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে যারা নির্বাচিত হবে তারা কি জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে না?

এমন মন্তব্যে আসিফ প্রতিউত্তরে লেখেন, ওই দাঁতের সমস‍্যা নির্বাচন কমিশন, সরকার আর সেনাবাহিনী দেখবে। কিন্তু এতেও দ্বিমত পোষণ করেন ওই নেটিজেন। যুক্তি হিসেবে তিনি তুলে ধরেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কথা।

তিনি বলেন, শেখ হাসিনার আমলেও কিন্তু নির্বাচন কমিশন, সেনাবাহিনী আর সরকার ছিল। তারা কিন্তু আওয়ামী লীগের হয়েই কাজ করেছিল। এখন যারা উপদেষ্টা থেকে দল গঠন করছেন তারা যে এমনটিই করবে না তার কি নিশ্চয়তা আছে? এর উত্তর অবশ্য দেননি আসিফ।

এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা স্থানীয় নির্বাচন আগে করতে চান। স্থানীয় নির্বাচন আগে করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্তের ভেতর থেকে বেরিয়ে আসবে। তারা পাড়া-মহল্লায় সন্ত্রাস করবে। দেশে অরাজকতা তৈরি হবে। তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। জাতীয় নির্বাচন যত দ্রুত দেবেন, দেশে তত দ্রুত শান্তি ফিরে আসবে। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে করার চেষ্টা করা হলে এ দেশের জনগণ মেনে নেবে না।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD