স্টেট ইউনিভার্সিটিতে শুরু হলো ১৭তম ফার্মা উইক ২০২৫
ছবি: সংগৃহীত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ১৭তম ফার্মা উইক ২০২৫। এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফার্মা উইক-এর টি-শার্ট বিতরণ শেষে রঙিন বেলুন ও শুভ্র কবুতর উড়ানোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং আগামীর স্বপ্নের ঝলক ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ফার্মাসিউটিক্যাল জগতে তোমাদের উদ্ভাবনী চিন্তাধারা নতুন দিগন্ত উন্মোচন করবে।”
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যেখানে হাতে তৈরি ফেস্টুন, প্ল্যাকার্ড ও আল্পনা ক্যাম্পাসকে নতুনভাবে সজ্জিত করে তোলে। শিক্ষার্থীদের হাতে থাকা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড তাদের মধ্যে বাড়তি উৎসাহের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সম্মানিত সচিব জনাব মুহাম্মদ মাহবুবুল হক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন, ট্রেজারার প্রফেসর ড. মো. হাসান কাউসার এবং স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর মো. সাইফুল ইসলাম পাঠান।
জনাব মুহাম্মদ মাহবুবুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা দেশের ফার্মাসিউটিক্যাল খাতকে আরও সমৃদ্ধ করবে। এই আয়োজনের মাধ্যমে তোমরা নতুন জ্ঞান অর্জন করবে, যা ভবিষ্যতে তোমাদের পথচলায় সহায়ক হবে।”
সপ্তাহব্যাপী এই উৎসবে বিভিন্ন কর্মশালা, সেমিনার, পোস্টার প্রদর্শনী, ইনডোর/আউটডোর গেমস, ডিবেট, ফটো এক্সিভিশন, ফিল্ম ফেস্টিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল উদ্ভাবনী কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ফার্মা উইক ২০২৫ শিক্ষার্থীদের জন্য জ্ঞান অর্জন এবং উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের এক অপূর্ব সুযোগ এনে দেবে।
এই আয়োজনের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিল স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর উপদেষ্টা প্রফেসর ড. এম. এ. রশিদ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য