প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত

দুর্গম চরে লুকিয়েও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২:৫৬:২৬

সংগৃহীত

এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার জামালপুরের ইসলামপুর দুর্গম চর এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই পুলিশ। ইমরান বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত। তার বাড়ি ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ কথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad