সোমবার ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:১৮ অপরাহ্ণ

কুড়িগ্রামে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২৩:২৯
ছবি: প্রতিনিধি, সংবাদবেলা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম থেকে: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে ২দিন ব্যাপী লাগাতার কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। শনিবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম শাখার আয়োজন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। বক্তারা বলেন, আগামী ১৭-১৮ফেব্রুয়ারি দুপুর থেকে রাজারহাট উপজেলার বুড়িরহাট এবং উলিপুর উপজেলার থেতরাইতে অবস্থান করা হবে। তার আরও বলেন,তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।

বাংলাদেশ অংশে তিস্তা নদীর দৈর্ঘ্য ১১৫ কিলোমিটার। দুপাড় প্রায় ২৩০ কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,তিস্তা নদীর ৪৫ কিলোমিটার ভাঙন প্রবণ। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটার ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। কুড়িগ্রাম,নীলফামারী, লালমনিরহাট এবং রংপুর জেলার কয়েক লাখ কৃষক প্রতিবছর বন্যা এবং খড়ায় কৃষিতে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়ে আসছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad