মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে বহিষ্কার হলেন বাকৃবি অধ্যাপক

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন এই শিক্ষক। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ড. এম. হারুন-অর রশিদ, কৃষি অর্থনীতি বিভাগ-এর বিরুদ্ধে মালয়েশিয়ান ছাত্রী PRISCILLA PREYANKA (ভেটেরিনারি অনুষদ ID: 2101184, Reg. No: 53703 Session: 2020-21) এর উপর যৌন নিপিড়নের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিগত ১৪-১০-২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি অধিবেশনে গৃহীত সিদ্ধান্তানুসারে তাঁহার অনুকূলে প্রেরিত চার্জশীটের দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় বিগত ৩০-১২-২০২৪ তারিখ অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭ তম অধিবেশনে গৃহীত ১ এর (v) নং সিদ্ধান্ত মোতাবেক তাঁহাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) স্ট্যাটুটস এর ৪ (১) (এফ) নং ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকুরী হইতে অপসারণ (Removal from service) করা হইল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এই সিদ্ধান্ত বুধবার (১৩ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ওই মালয়েশিয়ান শিক্ষার্থী অধ্যাপক হারুনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য